বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
কুবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
তুষার ইমরান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৫৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ কতৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের রিমন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাফায়েত সুজন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসির হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.ফয়সাল বিন আব্দুল আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। 

আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তারা।

সংগঠনের সভাপতি রিমন মজুমদার বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের প্রিয় সংগঠনের এক আনন্দময় ও সুন্দর মিলনমেলা সম্পন্ন হলো। লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের এক অভিন্ন পরিবার। এই পরিবারের সদস্যদের একত্রিত করা, একে অপরের পাশে থাকা এবং বন্ধনকে আরও দৃঢ় করা এটাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি, ভবিষ্যতেও আমরা একইভাবে একত্রিত হব, একে অপরের পাশে থাকব এবং আমাদের এই পরিবারের বন্ধন আরও সুদৃঢ় করব।’

এ সময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি বলেন, ‘আঞ্চলিক সংগঠনে সঙ্গে সবাই যুক্ত থাকবেন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আঞ্চলিক সংগঠন সর্বপ্রথম এগিয়ে আসে। সংগঠনের মানবীয় দিক সবাই এক সঙ্গে একটি পরিবারের মত। এক সঙ্গে অবস্থান করলে নিজেদের সৌহার্দ্য বৃদ্ধি পাবে। আমরা যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবো।

উল্লেখ্য, ইফতার মাহফিলে সংগঠনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
কাতার থেকেই রোমে যাবেন প্রধান উপদেষ্টা: প্রেসসচিব
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক
দেশের দুই বিভাগসহ ছয় জেলায় বইছে তাপপ্রবাহ
আমাদের ভেতর অদৃশ্য অপরাধ জন্ম নিচ্ছে!
পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে কুবিতে প্রতীকী অনশন
প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যায় বৈষম্যবিরোধী নেতা রিমান্ডে
ইবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে তিতলী-রিমন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft