শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ভারতে চিত্রায়িত ‘বরবাদ’ দেশে মুক্তিতে চেষ্টা
আহমেদ তেপান্তর
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৪১ PM আপডেট: ১৮.০৩.২০২৫ ৫:৪৮ PM
সবার অলক্ষ্যে কথিত যৌথ নীতিমালার আওতায় এফডিসিতে প্রিভিউ হয়ে গেল ভারতে চিত্রায়িত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। আজ দুপুর আড়াইটার দিকে প্রিভিউ বোর্ড ছবিটি দেখেন। এফডিসির এমডি তথ্যটি নিশ্চিত করেন। পরে সেখানে উপস্থিত একাধিক সদস্য জানান ছবিটি ভারতেই চিত্রায়িত হয়েছে। এতে প্রচুর ভায়োল্যান্স রয়েছে। কিশোর গ্যাংকে উৎসাহিত করার মতো উপাত্ত রয়েছে। ওরা মজা পাবে।

এক প্রশ্নের জবাবে উপস্থিত সদস্যগণ বলেন- “যা দেখলাম তাতে মনে হয়েছে এটা ঢাকাতে করলেও কোনো সমস্যা ছিল না। বাইরের উন্নত টেকনোলজিক্যাল সাপোর্ট ছবিটিকে বিশাল পরিসরের মনে হয়েছে সত্য, তবে সেটা আমাদের লোকজন দিয়ে করালেও হতো অথবা বাইর থেকে এনেও করা যেতো।”

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে প্রতিবেশি দেশটি তাদের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নানা বিষোদগার করাতে প্রতিবেশি দেশের সঙ্গে লাল সবুজের দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। সে ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত “বরবাদ” ছবিটি সমালোচনার মুখে পড়েছে। সম্পূর্ণ ভারতে চিত্রায়িত এই ছবিটি এদেশে মুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কূটনৈতিক ও বাণিজ্য সর্বত্রই যখন প্রতিবেশি দেশটির সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি হয়েছে সেই ক্রান্তিকালে বাংলাদেশের অর্থে ভারতীয় চলচ্চিত্রটি এদেশে মুক্তি দিলে এদেশের চলচ্চিত্রাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন চলচ্চিত্রবোদ্ধারা। ছবিটি মুক্তির নানা আইনী জটিলতা এড়াতে এর সঙ্গে সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ার চেষ্টা করছেন বলেও শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের আশ্রয়দাতা ও বাংলাদেশ  নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো ভারতীয় কলাকুশলীদের দ্বারা চিত্রায়িত এই ছবিটি এদেশে মুক্তি দেওয়া হলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে এমটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। যে কারণে ভারতে চিত্রায়িত হওয়র কারণে দেশকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় চালানোর তদবির করা হলেও সেখানকার স্থানীয় ডিস্ট্রিবিউটর আগ্রহ দেখান নি বলে বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছেন। 

পাশাপাশি ছবিটি প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে অপ্রীতিকর ঘটনা যে ঘটবেনা সেই আশংকাও উড়িয়ে দিচ্ছেনা অনেক প্রদর্শক।  

এদিকে, যৌথ প্রযোজনার ব্যাপারটি ঘোলাটে থাকাতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিটির অর্থায়ন কোন শর্তে আর কিসের ভিত্তিতে হয়েছে সেই প্রশ্ন তুলেছেন জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য হচ্ছে ভারতে চিত্রায়িত এই ছবিটি কোনোভাবেই এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যাবেনা। আর দিলেও যৌথ প্রযোজনার বিষয়টির স্বচ্ছতার দাবিও তোলেন তারা। দেশীয় চলচ্চিত্রকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ও এই শিল্পের মানুষদের জীবন মানের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে চলচ্চিত্রের ক্যামেরা, ফ্লোরসহ যাবতীয় প্রযুক্তিগত যন্ত্রের ভাড়া কমিয়ে দিয়েছেন সেখানে ভারতের কলাকুশলীদের নিয়ে ভারতে চিত্রায়িত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিলে শাকিব খান লাভবান হলেও এদেশীয় চলচ্চিত্রশিল্প মুখ থুবড়ে পড়বে বলে আশংকা প্রকাশ করছেন চলচ্চিত্র শিল্পের মানুষেরা। সীমান্তে অস্থিরতা তৈরির পাশাপাশি ভিসা ও নিত্যপণ্যের আমদানি বন্ধ করা দেশটিতে সম্পূর্ণ চিত্রায়িত এই ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন চিত্রপুরীর বাসিন্দারা। 

অন্যদিকে, বলিউডের “অ্যানিমেল” ছবির  ছায়া অবলম্বনে নির্মিত “দ্বিধা” শিরোনামে ছবিটির একটি গান ইউটিউবে মুক্তি পাওয়ার পর নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। “মাদকদ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর “ এরকমের কোনো সতর্কবার্তা না রেখে “দ্বিধা” গানটিতে সরাসরি শাকিব খানের কোকেন গ্রহণের দৃশ্য থাকাতে নেটিজেনরা নিন্দার ঝড় তুলেছেন। এই গানে শাকিব খানের কোকেন গ্রহণের দৃশ্যটি কিশোর গ্যাংকে প্রমোট করার পাশাপাশি মাদকগ্রহণে যুবসমাজকে উস্কে দেওয়া হচ্ছে বলে সমাজমাধ্যমে ঝড় উঠেছে। এ বিষয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের উপ-মহাপরিচালক মানজারুল ইসলাম বলেন, “দ্বিধা” গানটি আমি দেখেছি। কোকেন গ্রহণের দৃশ্যটিতে কোনো সতর্কবার্তা না রেখে নির্মাতা চরম নীতিবিবর্জিত কাজ করেছেন। ঊর্ধতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ঝড়ের আভাস
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft