শনিবার ১৯ এপ্রিল ২০২৫
দহগ্রাম সীমান্তে ফের বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:২০ PM
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় নির্মাণকাজ বন্ধ করে চলে গেছেন তারা।

সোমবার (১৭ মার্চ) উপজেলার দহগ্রাম সীমান্তের জিরোলাইনে এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয়রা জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সোমবার সকালে দহগ্রামের সরদার পাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৪২ নম্বর পিলারের সাব পিলার ৪৮ এর কাছে জিরোলাইনে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ কাজ শুরু করে বিএসএফ। 

ভারতের পশ্চিমঙ্গের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা এই বেড়া নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে কাঁটাতারের বেড়া নির্মাণ না করে বিএসএফ সদস্যরা চলে যান।

বিজিবি আরও জানায়, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক রয়েছে। সীমান্তে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে বিজিবিকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

দহগ্রাম সীমান্তের পানবাড়ী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ না করে ফিরে গেছেন। বিজিবি সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই সীমান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপন করেন বিএসএফ সদস্যরা। পরে ২৮ জানুয়ারি তারা সেই কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা বেঁধে দেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
১৪ ঘণ্টা পর বাড়ির সামনেই মিলল খালে পড়া সেই শিশুর মরদেহ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft