শনিবার ১৯ এপ্রিল ২০২৫
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:১৬ PM
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরজুড়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট বসিয়ে ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিএমপি জানায়, রবিবার (১৬ মার্চ) মহানগরীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বজায় রাখতে দুই পালায় ৬৬৭টি টহল টিম মোতায়েন করা হয়। রাতের ৩৪০টি এবং দিনের টহল টিম ছিল ৩২৭টি। এরমধ্যে ৪৭৯টি মোবাইল পেট্রোল টিম, ৭৫টি ফুট পেট্রোল টিম ও ১১৫টি মোটরসাইকেল টহল টিম কাজ করছে।

এছাড়া, মহানগরীর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়।

ডিএমপি’র অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ জন ডাকাত, ৫ জন সক্রিয় ছিনতাইকারী, ২ জন চাঁদাবাজ, ১৭ জন চোর, ৯ জন মাদক কারবারি, ২৩ জন পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য অপরাধে জড়িত ১১১ জন।

এ সময় তাদের কাছ থেকে ৩টি সামুরাই, ১টি চাপাতি, ১টি চাকু, ৬টি লোহার পাইপ, ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ঢাকা মহানগরবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‌‘নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত টহল ও অভিযান পরিচালনা করছি। কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

আইন-শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft