"ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, কোরআনের আইন চাই। কোরআনের মানবিক বাংলাদেশ গড়তে চাই।
সোমবার সকালে বরগুনার টাউনহল মাঠে পথসভায় বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়েতে ইসলামির কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, সৎ পথে আন্দোলনের ফলে আজকে এই মুক্ত পরিবেশ।যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি কোন ধর্মের সেটা দেখিনি। আমরা চাই মানুষের পাশে দাড়াতে।
জেলা জামায়াতের আমির মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জাম হোসেন হেলাল, ঢাকা মহানগরীর দক্ষিণের আমির ড শফিকুল ইসলাম মাসউদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরের আমির অধক্ষ জহিরউদ্দিন মো বাবর ও কেন্দ্রীয় সূরা সদস্য সদস্য ফখরুদ্দিন খান রাদী, পথসভা উপস্থাপনা করেন জেলা জামায়াতর সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন।
সোমবার সকালে আমিরে জামায়াত ড. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করে মেয়ের ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার পরে নিহত মন্টু দাসের বাড়িতে যান। সেখানে নিহতের পরিবারকে নগদ অর্থ সাহায্য ও কাপড় সহ খাদ্য সহায়তা করেন।ধর্ষিতা মেয়েটির ১৮ বছর হবার আগ পর্যন্ত তার ভরন পোষণের দায়িত্ব নিয়েছেন জামাতের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।