শনিবার ১৯ এপ্রিল ২০২৫
গাজায় ফের ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত অন্তত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:২৩ AM আপডেট: ১৬.০৩.২০২৫ ১১:২৫ AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের প্রথম দিন (১ মার্চ)। এরপর দুই সপ্তাহের বেশি কেটে গেলেও এখন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে বনিবনা হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতি চুক্তির এ পর্যায়ে হামাস স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি চাইলেও আলোচনা শুরু করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তাদের চাওয়া বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহারের মতো কোনোরকম শর্ত ছাড়া হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলির মুক্তি। 

যুদ্ধবিরতির এমন থমকে থাকা পর্যায়ে হামাসের ওপর চাপ বাড়াতে প্রতিনিয়তই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা, যাতে আবারও নতুন করে শুরু হয়েছে মৃত্যুর মিছিল। 

সবশেষ শনিবার (১৫ মার্চ) ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে আরেক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঝরে গেছে কমপক্ষে ১২ জনের প্রাণ। নিহতদের মধ্যে ৩ সাংবাদিক ও বেশ কয়েকজন সহায়তা কর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রবিবার (১৬ মার্চ) নিজেদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার উত্তর বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন, যাদের তিনজন সাংবাদিক ও বেশিরভাগই মানবিক সহায়তা কর্মী। 

এ হামলার ব্যাপারে ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় তিন সাংবাদিকসহ কমপক্ষে নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবারের হামলাটি সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে থাকা একটি ত্রাণ দলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে কমপক্ষে তিনজন স্থানীয় সাংবাদিক রয়েছেন।

এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে দ্য প্যালেস্টানিয়ান জার্নালিস্ট প্রোটেকশান সেন্টার, যেখানে তারা জানিয়েছে, নিহত ওই সাংবাদিকরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণ প্রচেষ্টার কর্মকাণ্ড নথিভুক্ত করছিলেন।

একইসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় বাস্তবায়নে এগিয়ে যাওয়ার জন্য চাপ দিতে গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একইদিন জুহোর আদ-ডিকের কেন্দ্রীয় শহরে আরও এক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে দুইজন নিহত হয়েছেন।

অন্যদিকে বেইত লাহিয়ায় আরও এক ফিলিস্তিনি বালককে গুলি করে হত্যা করা হয়েছে। একই হামলায় আরেক মহিলার পিঠে গুলি লেগেছে।  

এছাড়া, রাফাহর উত্তর-পশ্চিমে আল-শাকুশ এলাকায় আল-কান পরিবারের একটি তাঁবুতে ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে ড্রোন বোমা নিক্ষেপ করা হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও আটজন। একই শহরের পশ্চিমে তাল আস-সুলতান এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন ফিলিস্তিনি।

মূলত, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায়ও বেশ কয়েকবার চুক্তির শর্ত লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং এসব ক্ষেত্রে বরাবরই খোঁড়া যুক্তি দেখিয়ে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

ফিলিস্তিনের স্থানীয় কর্তৃপক্ষের মতে, গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় দেড় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
১৪ ঘণ্টা পর বাড়ির সামনেই মিলল খালে পড়া সেই শিশুর মরদেহ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft