শনিবার ১৯ এপ্রিল ২০২৫
কুবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
তুষার ইমরান, কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৪৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিজ্ঞান অনুষদের হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির সভাপতি মানছুর আলম অন্তরের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, প্রভাষক তারিন বিনতে এনাম ও ইমরান হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি'র মার্কেটিং বিভাগের প্রভাষক ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল-আমিন, বর্তমান সাধারণ সম্পাদক মিরাজুর রহমান তামিম এবং সংগঠনের সদস্যবৃন্দ। 

সংগঠনের সভাপতি মানছুর আলম অন্তর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়ার মাধ্যমে আমাদের লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। যেখানে সকল ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেছে। এতে আমাদের নিজেদের মধ্যে আঞ্চলিক  বন্ধনটা আরো দৃঢ় হয়।

সংগঠনের উপদেষ্ঠা ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো.আব্দুল মাজেদ পাটোয়ারী বলেন, আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে আমাদের জেলার ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের লক্ষ্মীপুরের ছেলেরা পড়ালেখায় এগিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর যেহেতু দেশের একপাশের অঞ্চল তাই আমাদেরকে সেটাকে কিভাবে আকর্ষনীয় ও সমৃদ্ধ করা যায় তা নিয়ে ভাবতে হবে। আমাদেরকে জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে এবং তা অন্যের সাথে শেয়ার করতে হবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ
বিচার-সংস্কার-গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে এনসিপি
থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
চীন মালিকানাধীন ব্যাটারি কারখানায় ডাকাতি, মালামাল লুট
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে কুবি শিবিরের ‘ফ্রি’ বাস সার্ভিস
কুবিতে চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা শুরু কাল
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার
জাবিতে থিসিস ফলাফলে অনিয়মের অভিযোগ ‘চক্রান্তমূলক’, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft