শনিবার ২৬ এপ্রিল ২০২৫
নেইমারের ইনজুরিতে কপাল খুললো এন্দ্রিকের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:০৭ AM
চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর এই দুই ম্যাচকে সামনে রেখে ১৭ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু মাঠে নামার আগেই ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তার বদলি হিসেবে তরুণ এন্দ্রিককে দলে নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।

শুক্রবার (১৪ মার্চ) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে নেইমারের ছিটকে পড়ার কথা।

গত সোমবার সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময়ই ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমারের। যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। পরের ম্যাচে করিন্থিয়ান্সের বিপক্ষে পওলিস্তা চ্যাম্পিয়ন্সশিপের সেমিফাইনালে খেলতে পারেননি। 

শঙ্কা দেখা দিয়েছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে ব্রাজিলের, সেখানে থাকতে পারবেন কি না। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে ছিটকে যেতে হলো নেইমারকে। 

শুধু নেইমারই নন, ব্রাজিল দলে বড় ধাক্কা লেগেছে আরও দুটি। ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন এবং ফ্লামেঙ্গো’র ডিফেন্ডার দানিলোও ইনজুরিতে পড়েছেন। যে কারণে এ দু’জনকে বাদ দেয়ার কথাও জানিয়েছে।

এই তিন জনের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে নতুন তিন তারকাকে। রিয়াল মাদ্রিদ তারকা এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেররি এবং ফ্লামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো সুযোগ পেলেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে সব খেলোয়াড় সম্পর্কে আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট সর্বশেষ আপডেট জানিয়েছে। বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানসিটির এডারসন সম্পর্কে।

‘সবার অবস্থা বিবেচনা করার পর ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের জায়গায় আমরা দলে ডেকে নিয়েছি লিওঁর লুকাস পেররি, ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো এবং রিয়াল মাদ্রিদের এনদ্রিককে।’

আগামী বৃহস্পতিবার কলম্বিয়াকে আমন্ত্রণ জানাবে ব্রাজিল। এরপর ২৫ মার্চ আর্জেন্টিনা যাবে মেসিদের বিপক্ষে অন্য ম্যাচটি খেলার জন্য। ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সেরা ৬টি দল সরাসরি খেলার সুযোগ পাবে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত’
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
যেমন প্রত্যাশা করেছিলাম, এই সরকার তেমন করে হয়নি: ফরহাদ মজহার
তামিমদের হস্তক্ষেপে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তিসহ ৫ দফা দাবি
ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬.১৮ শতাংশ
টেকনাফে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে ভাতা
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft