রংপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস
ডিসি, ইউএনও ও এসিল্যান্ড নদীর সুরক্ষায় ব্যর্থ, চাই নতুন ব্যবস্থাপনা
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৪৭ পিএম
নদী সুরক্ষায় পুরনো ব্যবস্থাপনা ভেঙে নতুন ব্যবস্থপনা গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিভারাইন পিপল ক্লাব। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আজ শুক্রবার দুপুরে রংপুর নগরীর প্রয়াস সেনাপার্ক সংলগ্ন ঘাঘট নদীর পাড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি। ন

দী ধ্বংসের প্রতিবাদ জানাতে ঘাঘট নদীর পানিতে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন নদী গবেষক, সংগঠক ও স্বেচ্ছাসেবীরা। এতে রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্তের সভাপতিত্বে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, বাংলা বিভাগের শিক্ষক ও আয়োজক সংগঠেনের উপদেষ্টা খাইরুল ইসলাম পলাশ, রিভারাইন পিপল ক্লাবের সংগঠক শামসুর রহমান সুমন, মইন উদ্দীন, আজিজুল হক, শাহরিয়ার নাফিস প্রমুখ।

নদী গবেষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, নদী সুরক্ষার দায়িত্বে থাকা ডিসি, ইউএনও এবং এসিল্যান্ড নদীর সুরক্ষায় ব্যর্থ, চাই নতুন ব্যবস্থাপনা। দেশের দখল হওয়া নদীর সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এসব পদের কর্মকর্তারা জড়িত।

তিনি আরো বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনকে নৌপরিহন মন্ত্রণালয়ের অধীন থেকে মুক্ত করতে হবে, আইন সংস্কার করে কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। বিভাগীয় পর্যায়ে কমিশনের কার্যালয় থাকতে হবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের ব্যবস্থাও তাদের থাকতে হবে।

শিক্ষক খাইরুল ইসলাম পলাশ বলেন, আমাদের দেশের নদীগুলোকে হত্যা করা হয়েছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এ কাজগুলো হচ্ছে। আমাদের দেশের জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করা হলে আমাদের নদীগুলোকে বাঁচানো সম্ভব বলে মনে করি।

সংগঠক শামসুর রহমান সুমন বলেন, নদী সুরক্ষায় সকলের দায় রয়েছে। আমরা মনে করি নদী সুরক্ষায় নতুন ব্যবস্থাপনা আসা উচিত। নদী রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয় কাউন্সিল গড়ে তোলা প্রয়েজন। 

সভাপতির বক্তব্যে ছাওমুন পাটোয়ারী সুপ্ত বলেন, নদী রক্ষায় বর্তমান প্রশাসনের ওপর আমরা অনাস্থা প্রকাশ করছি এবং আমরা নতুন ব্যবস্থাপনা চাই। উল্লেখ্য, ঘাঘট নদী রংপুর ও রাজশাহী বিভাগের নদী। এ নদীর দৈর্ঘ্য ২৩৬ কিলোমিটার। এর পানি প্রবাহমাত্রা অবস্থাভেদে ৫০ থেকে দুই হাজার ৫০০ কিউসেক। স্থানীয়ভাবে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে এ নদী থেকে মাটি কাটা হয় এবং বালু উত্তোলন করা হয়। মাটি-বালু কাটার কারণে বর্ষায় নদী ভাঙন দেখা দেয়, কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।  

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ন করছে আরাকান আর্মি: হিউম্যান রাইটস ওয়াচ
সাধারণ যাত্রীর মতো লন্ডনে বাসের অপেক্ষায় তারেক রহমান
পাটগ্রাম সীমান্তের অভ্যন্তরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ, সীমান্তে উত্তেজনা
আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে: হাবিব উন নবী
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশালের গৌরনদীতে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুবদল নেতা সরদার মোহাম্মদ
কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?
টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft