প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:২৫ PM আপডেট: ১৩.০৩.২০২৫ ৮:২৭ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) খুলনা বিভাগীয় সংগঠন ‘খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ’ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মতিউর রহমান। এছাড়াও খুলনা বিভাগের অর্ধশতক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক তুষার ইমরান বলেন, আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পর একটা অনুষ্ঠান সমাপ্ত করতে পেরেছি। আমাদের সার্বিক সহযোগিতা করেছেন বিভাগীয় শিক্ষক, সাবেক ও বর্তমান সিনিয়র শিক্ষার্থীরা। আসলে সংগঠন হতে হবে একটি পরিবারের মত, তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সংগঠন স্থবির থাকলেও এই অনুষ্ঠান সংগঠনের জৌলুশ ফিরে পেয়েছে। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন করতে পারবো।
সংগঠনের সভাপতি বি এম সুমন বলেন, প্রথমেই সার্বিক সহযোগিতা ও পরামর্শের জন্য বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভ্রাতৃত্ত্বের বন্ধনকে সুদৃঢ় করা ও আন্তসম্পর্ক মজবুত করার লক্ষ্যে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে সকলের মতামতের ভিত্তিতে আরো আয়োজন করতে পারবো।
আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন বলেন, আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পরিষদের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সত্যিই প্রশংসনীয়। এই পরিষদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে পারছে। আমি বিশ্বাস করি, এই পরিষদ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই পরিষদের সকল কর্মকাণ্ডে আমার সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দিচ্ছি। আমি আশা করি, এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি করে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।
আজকালের খবর/ওআর