প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:১২ PM

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী আপন ভাই-বোনসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেজের ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫) আপন ভাই-বোন।
তারা দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান। নিহত অপর ব্যক্তি রিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) নামের আরেক শিক্ষার্থী। সকালে অটোরিকশায় করে কোচিংয়ে যাচ্ছিলেন তারা।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। তাদের দাবি, সড়ককে গতি নিয়ন্ত্রক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে।
আজকালের খবর/বিএস