রবিবার ২৩ মার্চ ২০২৫
এবার পাকিস্তানের দুই পুলিশ কর্মকর্তাকে জিম্মি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১২:২০ PM
পাকিস্তানের ইসলামাবাদে এবার পুলিশের দুইজন কর্মকর্তাকে জিম্মি করেছে মাদক কারবারিরা। ইসলামাবাদের ফুলগ্রানের উথাল গ্রামে বুধবার (১২ মার্চ) ঘটেছে এই ঘটনা। খবর জিও নিউজের। তবে ইতোমধ্যে পুলিশের ওই দুইজন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির ফেডারেল পুলিশ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজনকারীদের হামলার কারণে দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজনকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। 

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর পাল্টাপাল্টি গুলির সময় দুইজন পুলিশের কর্মকর্তাকে জিম্মি করে মাদক কারবারিরা। এ ছাড়া গোলাগুলির সময় একজন বেসামরিক লোক আহত হয়েছে। 

এরপর জিম্মি দুই পুলিশকে উদ্ধার করতে ওই গ্রামে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। তবে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং অনেকে পুলিশের দিকে গুলিও ছুড়ে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের বিভিন্ন থানা থেকে আরও পুলিশ আনা হয়। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ দুইজন পুলিশের কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা সন্দেহভাজনকারীদের কাছ থেকে ১১টি পিস্তল উদ্ধার করেছে। সেইসঙ্গে মাদক কারবারিদের কাছ থেকে দুই হাজার ২৭৫ গ্রাম হেরোইন এবং সাত হাজার ২৩০ গ্রাম হাশিশ জব্দ করেছে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা চাঁদা দাবি, ফাঁদ পেতে ধরা হলো তিনজন
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র-বুলেট জব্দ
আওয়ামী লীগ-জাপা ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: জি এম কাদের
গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা লুট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft