প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:২১ PM

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এই নিয়োগ দেন।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়- তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত ড. আমানুর আমানকে উক্ত পদ থেকে ১২ মার্চ ২০২৫ তারিখ হতে অব্যহতি দেয়া হলো। তিনি তার মূল পদ উপ-রেজিস্ট্রার (তপ্রজ) হিসেবে উক্ত অফিসে যোগদান করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত মো. সাহেদ হাসানকে (উপ-রেজিস্ট্রার, তপ্রজ) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দান করেছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নবনিযুক্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, ‘প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর আজকেই যোগদান করেছি। ভিসি স্যার আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
আজকালের খবর/ওআর