যৌন নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তি দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এ মিছিল শুরু করেন। তারপর একে একে যোগ দেন অন্যান্য হলের শিক্ষার্থীরা।
তারা "উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস', ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরে রাত পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বসে অবস্থান নেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷
আইন বিভাগের শিক্ষার্থী জারিন তাসনীম রিমি বলেন, "আজ আমরা এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছি। আমরা চাই একটা ধর্ষকও যেন আর মুক্ত না থাকে। আমরা এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি চাই।"
সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন,"এই যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে, তা অবিলম্বে আমরা বিলোপ চাই। আমরা চাই না কোনো অপরাধী বাইরে ঘুরে বেড়াক। তাদের সর্বোচ্চ শাস্তি ফাসি অতিদ্রুত কার্যকর করা হোক।"
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়াহ্ বলেন, "আজ একটা দিনের ভেতর মিনিমাম ৫টা ধর্ষণের নিউজ পেয়েছি। আরও থাকতে পারে আমি সঠিক জানি না। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনো দিন দেখেনি।”
এর আগে সন্ধ্যা ৭টায় রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিল করেন।
আজকালের খবর/ এমকে