রবিবার ২৩ মার্চ ২০২৫
১০০ দৃশ্যে নির্মিত হলো অনিকের নতুন সিনেমা
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৫:৪১ PM
কমেডি, সাসপেন্স ও থ্রিলারের সংমিশ্রণে মাত্র ১০০টি দৃশ্যে নির্মিত হয়েছে সিনেমা ‘আমাকে বিশ্বাস করেন ভাই’। সিনেমার নতুন ধারা তৈরির প্রত্যয়ে এটি নির্মাতা রাইসুল ইসলাম অনিক ও তার টিমের এক অনন্য প্রচেষ্টা। 

জানা গেছে, সিনেমাটি নির্মাণের প্রতিটি ধাপে রাখা হয়েছে নতুনত্বের ছোঁয়া, যা বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠবে।

পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, ‘বাংলা সিনেমায় “আমাকে বিশ্বাস করেন ভাই” সম্পূর্ণ নতুন এক কনসেপ্ট নিয়ে আসছে। আমাদের মূল লক্ষ্য ছিল একটি উচ্চমানের কমার্শিয়াল ছবি তৈরি করা, যার গল্প ও নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করবে। ছবির প্রতিটি দৃশ্যই আমরা নিঁখুতভাবে পরিকল্পনা করেছি এবং মাত্র ১০০টি শটের মাধ্যমে সিনেমাটি সম্পন্ন করেছি।’

সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রাইসুল ইসলাম অনিক ও নিজাম ইউ খান, আর সংলাপে ছিলেন নিজাম ইউ খান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু ও সায়রা আক্তার জাহান। আরও আছেন সাইফ খান, রফিকুল কাদের রুবেল, মৌরি মাহাদী, আফিফ খান, মইনুদ্দিন মুন্সি, রূপম ঝুমুরিয়া, প্রিন্স এ আর, প্লাবন আহমেদসহ অনেকে।

নির্মাতা বলেন, ‘সত্যি কথা বলতে, আমি তো ফিল্ম মেকার। সিনেমা বানানোর সুযোগ পেলে যেকোনো সময় সিনেমা বানানোর জন্য প্রস্তুত। সেই জায়গা থেকে, আগস্ট পরবর্তী সময়ে এক-দুই মাস একটু কাজশূন্য অবস্থা গেছে আমাদের (চলচ্চিত্র সংশ্লিষ্টদের) সবারই কমবেশি। ওই সময়ে আমার একটা প্রজেক্ট চলছিল আমি মোটামুটি ওয়ার্কহোলিক, মানে বসে থাকলে চলে না! তখন আমি আমার টিমের সঙ্গে বসলাম, চলো আমরা এমন একটা সিনেমা বানাই, যে সিনেমা আমাদের দেশে কখনো প্র্যাক্টিস হয়নি এবং এই ধরনের সিনেমা আমরা সাহস করে বানাতেও পারি না। তো আমরা এমন একটা বাজেটে ছবিটা বানাই যেন আমাদের লোকসান না হয়, আবার আমরা যেন নতুন একটা কিছু অন্বেষণ করতে পারি।’

গল্পের পটভূমি তৈরিতে অনুপ্রেরণা যুগিয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ। বিশেষ করে তৎকালীন সরকার ঘনিষ্ঠদের কালো টাকার ছড়াছড়িকে কেন্দ্র করে।

নির্মাতার ভাষ্য, ‘আগস্ট পরবর্তী সময়ে যাদের কাছে প্রচুর কালো টাকা ছিল, তারা এদিক-ওদিক করেছে। গল্পের ধারণা কিছুটা সেই সময় থেকেই। তেমন একটা প্লট ধরেই গল্পটা এগিয়ে নেওয়া। গল্পটা নিতান্তই আগস্ট পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত। তবে পুরোটাই আমার বানানো গল্প।’

এই সিনেমার কিছু বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন নির্মাতা রাইসুল ইসলাম অনিক। যেমন- পুরো সিনেমা নির্মাণ করা হয়েছে মাত্র ১০০টি দৃশ্যের মাধ্যমে, যা কমেডি, সাসপেন্স ও থ্রিলারের সংমিশ্রণ। এ ছাড়া ভিজ্যুয়াল ও ন্যারেটিভে এক্সপেরিমেন্টাল কিছু করতে চেয়েছেন তিনি। নির্মাতা জানান, সিনেমাটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে, যা দর্শকদের হাসাবে, ভাবাবে এবং চমকে দেবে একসঙ্গে।

উল্লেখ্য, রাইসুল ইসলাম অনিকের তৃতীয় সিনেমা ‘আমাকে বিশ্বাস করেন ভাই’। এর আগে তার পরিচালনায় মুক্তি পেয়েছে ‘ইতি চিত্রা’। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘চারুলতা’।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত
আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ
শেখ হাসিনার বিচার হতে হবে, নির্বাচন পেছানো যাবে না : টুকু
বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft