শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬
মাছ লুটের অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার তিন
খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৮:৫২ পিএম
নেত্রকোনার খালিয়াজুরীতে মাছ লুট মামলায় ছাত্রদল দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) হ্যান্ড ট্রলি দিয়ে মাছ নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম (২৭), একই কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম সাগর (২৮), অপরজন রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই খালিয়াজুরী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

মাসুম ও সাগরসহ ১৬ জনের নাম এবং অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয় জনকে অভিযুক্ত করে মামলা করেন নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মো. পারভেজ চৌধুরী।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদীকে গালাগাল করেন অভিযুক্তরা। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ লুট করে নিয়ে যায় তারা।

নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ‘ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। কোনো চাঁদাবাজ, চোর বা দুর্বৃত্তের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান
বগুড়ার সোনাতলায় জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ
সোনাতলায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
টেকনাফে অপহৃত ছয় কৃষক ফিরেছে বিপুল অঙ্কের মুক্তিপণে
কোটালীপাড়ায় ৬১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দুবাই গালফ ফুড ফেয়ারে দেশবন্ধু গ্রুপ
পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত
অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
বিক্ষোভকারীদের সরিয়ে নিলেন সারজিস
বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল ওয়াসেক আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft