প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৫ পিএম

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড এডমিশন ফেয়ার। এই ফেয়ারে ক্যাম্পাসে চালু ৬টি ফ্যাকাল্টির প্রোগ্রামসমূহ এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই ফেয়ারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কেও জানতে পারবেন।
ইউসিএসআই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে ৬টি ফ্যাকাল্টির মোট ২৩টি প্রোগ্রামে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে। এই ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের পছন্দের প্রোগ্রাম বেছে নিতে পারবেন। এখন মে ইনটেকে ভর্তি চলছে, অফিসের দক্ষ কর্মীরা আপনাদের সার্বিক সহযোগিতা করতে সদা প্রস্তুত। এছাড়াও ফেয়ারে ইউনিভার্সিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা দিচ্ছে।
উল্লেখ্য, ২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ ও শিক্ষা সহায়তা প্রদান করেছে।
প্রসঙ্গত, বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ ১ শতাংশের ভেতরে আছে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে যার অবস্থান ২৬৫। মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ইউসিএসআই ইউনিভার্সিটির অবস্থান ৯ম।
বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।
৩ দিনব্যাপী ফেয়ারের বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন।
আজকালের খবর/ওআর