মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ফাঁসিয়াখালীতে ৫ একর বনভূমি দখলমুক্ত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৬ PM আপডেট: ১৯.০২.২০২৫ ৮:৫৮ PM
কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন বিভাগের জায়গায় গড়ে উঠা জমি দখলমুক্ত করা হয়েছে। এ সময় ৮টি পলিথিনের ঘর উচ্ছেদ এবং ৫ একর বনের জায়গা জবরদখল মুক্ত ও ৪৪ গজ জিআই তারসহ পলিথিন জব্দ করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ফাঁসিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজার ফতিহার ঘোনায় রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে বিট কর্মকর্তা খশরুল আমিন, রেঞ্জের স্টাফ, সিপিজি ও ভিলেজার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে অভিযান পরিচালনা করে ৮টি পলিথিনের ঘর ভেঙে উচ্ছেদ  এবং আনুমানিক ৫ একর জায়গা জবরদখল মুক্ত করা হয়। এছাড়া আনুমানিক ৪৪ গজ জিআই তারসহ পলিথিন জব্দ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, ফাঁসিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজার ফতিহারঘোনা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে স্থানীয় কিছু প্রভাবশালী লোকের নেতৃত্বে বেশকিছু ঘর নির্মাণ করে জায়গা দখলে নেয়া হয়। এছাড়াও বনের ভেতরে চাষযোগ্য বিপুল পরিমাণ জায়গাতে অবৈধভাবে বিষাক্ত তামাক ক্ষেতের চাষাবাদ করে পরিবেশ বিনষ্ট করা হয়। 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে উঠা ৮টি ঝুপড়ি ঘর উচ্ছেদ এবং বনভূমি দখলবাজদের কবল থেকে প্রায় ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪৪ গজ জিআই তার জব্দ করা হয়। 

বন, বন্যপ্রাণি ও বনজ সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বন কর্মকর্তা। 
 
আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে
সন্‌জীদা খাতুন আর নেই
মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’ সিনেমা
এবার আলোচনায় ফারিয়া-সজলের ‘ব্যবধান’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft