মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
গাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৩ PM আপডেট: ১৯.০২.২০২৫ ১১:১৯ PM
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আবেগ, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে অনুষদের ১২তম ব্যাচের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

এ নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। 

ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক এবং ১২ ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ১২তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর ১২তম ব্যাচের পক্ষ থেকে সারাবান তহুরা এবং নবীনদের পক্ষ থেকে রাফাত আহমেদ তাদের স্বপ্নময় স্মৃতিচারণ করেন। 

পরে নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, নবীন-প্রবীণ মিলে আজকের অনুষ্ঠান এক নতুন মাত্রায় উপনীত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের জন্যই এ বিশ্ববিদ্যালয় আজ বিশ্ববিখ্যাত সকল আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ও আন্তর্জাতিক পরিমন্ডলে গৌরবময় স্থান অর্জনে সক্ষম হয়েছে। 

ভালো পড়াশোনার কোনো বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য আরো বলেন, শিক্ষার্থীদের সফলতা মানেই এ বিশ্ববিদ্যালয়ের সফলতা সুতরাং জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে সামনের কঠিন পথ পাড়ি দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের সহযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার উপদেশ দেন উপাচার্য। 

দুই পর্বে বিভক্ত নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতা শেষে নবীন শিক্ষার্থীদের স্মৃতিস্মারক তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে অনুষদীয় শিক্ষার্থীরা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না: মির্জা ফখরুল
ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
শ্রীনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান
বগুড়ার সারিয়াকান্দীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft