প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৫ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মশাল মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে আধিপত্য বিস্তার বন্ধের জোর দাবি জানান তারা।
বিক্ষুব্ধ কর্মীদের ‘ঐক্য শিক্ষা, শান্তি প্রগতি; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জিন্দাবাদ জিন্দাবাদ; আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো; আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসনের জবাব চাই; ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি সাদীয়া মাহমুদ মীম বলেন, ‘সন্ত্রাসীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের বিচার না করলে পরবর্তী ক্যাম্পাস নিরাপদ না।’
শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বিগত দিনেও আমরা শিবির ও ছাত্রদলসহ অন্যান্যদের অস্ত্রের ঝনঝনানি দেখেছি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে আধিপত্য বিস্তার বন্ধের জোর দাবি জানাচ্ছি।’
আজকালের খবর/ওআর