মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
পাকুন্দিয়ায় ৩০টি রক্তদান সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪ PM
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠন আন্তঃজলার ৩০টি রক্তদান সংগঠনের প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করেছে। 

গতকাল মঙ্গলবার দিনব্যাপী আয়োজনে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটীতে অবস্থিত পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

নতুন দিগন্ত সামাজিক সংগঠন-পুলেরঘাট (N.D.S.S.P) পাকুন্দিয়া উপজেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি। এসব নিয়ে কাজ করে যাচ্ছে নতুন দিগন্ত সামাজিক সংগঠন-পুলেরঘাট (N.D.S.S.P) নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। 

নতুন দিগন্ত সামাজিক সংগঠন-পুলেরঘাট (N.D.S.S.P) সভাপতি সৈয়দ জাকির হোসাইন মাহফুজ জানান, নতুন দিগন্ত সামাজিক সংগঠন-পুলেরঘাট। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ-তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন নতুন দিগন্ত সামাজিক সংগঠন- পুলেরঘাট ‘জয় হোক রক্ত দাতা’ এই স্লোগানকে বুকে ধারণ করে নতুন দিগন্ত সামাজিক সংগঠন-পুলেরঘাট পদযাত্রা। 

পুলেরঘাট পিজি মেডিক্যাল সেন্টারের স্বত্বাধিকারী ডেন্টাল সার্জন ডা. মো. জিয়া উদ্দিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরে-এ আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, তাসলিমা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মুনাইমুল হক, হোসেন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের (কিশোরগঞ্জ) ব্যবস্থাপনা পরিচালক সাদেক আরাফাত খান, ফারুক আহমেদ, পরিচালক আহমেদ বিদ্যানিকেতন প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন- সোহেল রানা শরীরচর্চা শিক্ষক কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়, সাংবাদিক মিজানুর রহমান (সহসভাপতি পাকুন্দিয়া প্রেস ক্লাব) ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামজিক সংগঠনের টিম লিডাররা এ সময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে আন্তঃজেলার ৩০টি রক্তদান সংগঠনের প্রতিনিধিদের সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করে পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনটি। এছাড়াও পুলেরঘাট নতুন দিগন্ত সামাজিক সংগঠনের উপদেষ্টা মন্ডলীগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রে পথচলার সুযোগ এসেছে : তারেক রহমান
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft