মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
জয়পুরহাটে ৫ দফা দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৮ PM
জয়পুরহাটে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে গণঅধিকার পরিষদ। গতকাল বুধবার দুপুর ১২টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দলটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবু, সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ, যুব অধিকার পরিষদ জেলা কমিটির সভাপতি সুমন আহমেদ অভি, সম্পাদক রুহুল আমিন, ছাত্র অধিকার পরিষদ জেলা কমিটির সভাপতি সোহেল রানা, সম্পাদক শাহেদ আহম্মেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এই গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গণহত্যায় জড়িতরা এখনো বাইরে ঘোরাফেরা করলেও তারা গ্রেপ্তার হচ্ছেন না। তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক।

তাদের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা; জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা; জন-আকাক্সক্ষার নতুন বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা; ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থপাচারে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন  ও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে
সন্‌জীদা খাতুন আর নেই
মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’ সিনেমা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft