রবিবার ২৩ মার্চ ২০২৫
অবশেষে মারা গেলেন জবি শিক্ষার্থী আহাদ
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৫ PM
অবশেষে মারা গেলেন গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ১৪তম ব্যাচের একজন শিক্ষার্থী  মো. আহাদ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড.মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তিনি গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুর নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। 

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

সহযোগী অধ্যাপক ড.মাশরিক হাসান মেহেদী বলেন, দুপুর ১ টার দিকে মারা গেছে। পপুলার হাসপাতালের চিকিৎসক তাকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।  

ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বায়েজিদ আলী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আহাদ-দের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে সে হঠাৎ দাঁড়িয়ে বলে, আমি তিনদিন ঘুমাইনি,আমি অসুস্থ বোধ করছি। তখন আমাদের ছাত্রউপদেষ্টা ও অন্যান্য শিক্ষকগণ তাকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়।এসময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই।কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্সকে কল দিয়ে ধন্যবাদ ও জানায়। পরে ওদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
বাসসে অসাংবাদিক বেশি, জানালো সংস্কার কমিশন
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা চাঁদা দাবি, ফাঁদ পেতে ধরা হলো তিনজন
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র-বুলেট জব্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বগুড়ার সোনাতলায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ থাকা ৪ জনের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
ঈদে নিহারকলি নিয়ে আসছেন পরিচালক ফজলুল হক
কাজী ডাকতে যান প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালালেন বন্ধু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft