প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৫ PM

অবশেষে মারা গেলেন গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ১৪তম ব্যাচের একজন শিক্ষার্থী মো. আহাদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড.মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে তিনি গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুর নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।
তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।
সহযোগী অধ্যাপক ড.মাশরিক হাসান মেহেদী বলেন, দুপুর ১ টার দিকে মারা গেছে। পপুলার হাসপাতালের চিকিৎসক তাকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বায়েজিদ আলী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আহাদ-দের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে সে হঠাৎ দাঁড়িয়ে বলে, আমি তিনদিন ঘুমাইনি,আমি অসুস্থ বোধ করছি। তখন আমাদের ছাত্রউপদেষ্টা ও অন্যান্য শিক্ষকগণ তাকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়।এসময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই।কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্সকে কল দিয়ে ধন্যবাদ ও জানায়। পরে ওদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।
আজকালের খবর/বিএস