প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৬ PM

নেত্রকোনার পূর্বধলায় ঢাকা থেকে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া বালুঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের সুপারভাইজার ইউনূছ আলী জানান, ভোরে ৫০ নং বলাকা কমিউটার ডাউন ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে জারিয়া যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে জারিয়া স্টেশনে পৌঁছানোর আগেই জারিয়া বালুঘাটা নামক স্থানে ট্রেনের ইঞ্জিনে অস্বাভাবিক কালো ধোঁয়া আর আগুন দেখতে পাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী জারিয়া এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, রেললাইনের পাশেই তিনি বোরো জমিতে কাজ করছিলেন, হঠাৎ দেখেন বলাকা ট্রেনের ইঞ্জিনে আগুন জ্বলছে। আগুন দেখে তিনিও দৌড়ে গিয়ে দেখেন ট্রেনের যাত্রীরা কাদা মাটি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
ট্রেনের ইঞ্জিনে থাকা লোকোমাস্টার কৃষ্ণ রায় বলেন, ইঞ্জিনে অস্বাভাবিক কালো ধোঁয়ার পাশাপাশি আগুন ধরে যায়, তখন ইঞ্জিন থামিয়ে ফেলি।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই যাত্রীসহ স্থানীয় লোকজন প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর পানি ও কাদা মাটি ছিটিয়ে আগুন নেভায়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এই মুহূর্তে বলা না গেলেও ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ট্রাকশন মোটর থেকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের লিডার আল-মামুন বলেন, ৯৯৯ এ কল পেয়ে তাৎক্ষণিক তারা রওনা হলেও বিলের ধারে হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ট্রেনের তেলের ট্যাংকে আগুন না লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচা গেছে।
জারিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোবারক হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে দুপুর ১টার দিকে ময়মনসিংহ থেকে আসা একটি রিলিফ ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এই মুহূর্তে বলা না গেলেও ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ট্রাকশন মোটর থেকে এ দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজকালের খবর/ওআর