শনিবার ১৫ মার্চ ২০২৫
৫ দিনেও শনাক্ত হয়নি কুমিল্লায় সাংবাদিক মাসুমাকে চাপা দেওয়া গাড়ি
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৭ PM
কুমিল্লায় এখন টিভির সাংবাদিক মাসুমা ইসলামকে গাড়ি চাপার ঘটনার ৫ দিনেও হাইওয়ে পুলিশ গাড়িটি শনাক্ত করতে পারেনি।

মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। মাসুমা এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে তিনি। গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় স্বামীসহ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ি চাপায় তিনি আহত হয়েছিলেন।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম বলেন, ‘ঘটনাটি ভোর বেলায় ঘটেছে। কোনো প্রত্যক্ষদর্শী গাড়ির বিষয়ে তথ্য দিতে পারেনি। এছাড়াও যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে কোন সিসিটিভি নেই। তবুও আমরা আশা ছাড়িনি। গাড়িটি শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ বলেন, ঘটনার দিন ভোরে সাংবাদিক মাসুমা তার স্বামীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টোদিকে চট্টগ্রামগামী লেনে বাস থেকে নেমে সিএনজি ঠিক করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাসুমা আক্তার, তার স্বামী ও সিএনজি চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। 

পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাংবাদিক মাসুমাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। সকালে মাসুমার মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হয়। সেখানে গোসল শেষে সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ দাফনের জন্য তাকে নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সমাহিত করার কথা রয়েছে।

সাংবাদিক খালিদ আরও বলেন, ‘আমরা দুর্ঘটনার পর থেকে হাইওয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কয়েক দফায় কথা বলেছি, কিন্তু আজও (মঙ্গলবার) দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া গাড়ির বিষয়ে কোন তথ্য পাইনি। দুর্ঘটনায় মাসুমার মাথা ও শরীরে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎকরা জানিয়েছেন।’

এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিবের বরাত দিয়ে সাইফুল্লাহ খালেদ আরো বলেন, মাসুমা পড়াশোনা করেছেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে। শিক্ষাজীবন থেকেই তার সাংবাদিকতার শুরু, পরে এটিকেই পেশা হিসেবে নেন। ২০২৩ সালের শেষের দিকে তিনি বিয়ে করেন। রাজশাহীতে স্বামীর সঙ্গেই থাকতেন। অফিস থেকে ছুটি নিয়ে তিনি গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়িতে স্বামীসহ বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ
ফাল্গুনের ভরা জোৎস্নায় বিষণ্ন নিঃসঙ্গ জীবনানন্দ
চাক বাংলা অভিধান ও চাক সংস্কৃতি চর্চা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft