মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২ AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তি ইট বালুর ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কর্নগপ গ্রামের আব্দুস সামাদের ছেলে।  আহত ব্যবসায়ী বিল্লালের ছেলে রাব্বি জানান, আমার বাবা ইট বালুর ব্যবসা করেন। আজ সন্ধ্যার দিকে স্থানীয় চাঁদাবাজ রিয়াজ গ্রুপের লোকজন আমার বাবার কাছে চাঁদা দাবি করেন, বাবা তা দিতে অস্বীকার করলে ওই দুর্বৃত্তরা বাবাকে প্রথমে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে এক পর্যায়ে তারা বাবার ডান পায়ে গুলি করে পালিয়ে যান। খবর পেয়ে আমরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে রাতের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নারায়ণগঞ্জে থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হলে আমরা তার স্বজনদের কাছ থেকে জানতে পারি তিনি চাঁদাবাজদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে
সন্‌জীদা খাতুন আর নেই
মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’ সিনেমা
এবার আলোচনায় ফারিয়া-সজলের ‘ব্যবধান’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: বিএনপি নেতা এলিস
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft