প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৯ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও বিবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নবীন বরণ ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফায়সাল সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তানভীর ফাহিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সহ সভাপতি মুনতাছির ইসলাম মকুল, জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, সমুদ্র নগরী কক্সবাজার ঐতিহাসিক এবং পর্যটন দিক অনেক এগিয়ে গেছে। প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর বঙ্গোপসাগর কক্সবাজারেই অবস্থিত হওয়ায় এই অঞ্চলের মান মর্যাদা,গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই অঞ্চলের এসব সম্মৃদ্ধির সুফল পেতে হলে আমাদের সবাইকে যোগ্য, শিক্ষিত, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসকে সুস্থ, সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথি অ্যডভোকেট ফয়সাল সিদ্দিকী বলেন, কক্সবাজারের মানুষ কোন দিক দিয়ে পিছিয়ে নেই। তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে কক্সবাজার। এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে প্রত্যেককে বিভিন্ন সেক্টরে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নারীদেরকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে। শিক্ষা, গবেষণা, দেশপ্রেমে নিজেকে নিয়োজিত করতে হবে।
জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইবনে সাবিত তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, মিনহাজুল ইসলাম, ও মারুফ, এস এম সাকিব, সাজেদুল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম সাকিব।
আজকালের খবর/বিএস