প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৯ PM

নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প উপজেলা কো-অর্ডিনেটর যবনিকা রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এছাড়াও পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মাস্টার, পরিষদের অন্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও বলেন, ভিডিও প্রদর্শনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিও দেখে প্রান্তিক পর্যায়ের জনগণ অনেক উপকৃত হবেন। গ্রাম আদালতকে আরো সক্রিয় করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই ধরনের কর্মসূচি চলমান রাখা হবে বলে জানান আয়োজকরা।
আজকালের খবর/ওআর