শনিবার ১৫ মার্চ ২০২৫
ঢাবিতে পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন
মোস্তাক আহমেদ খান, পূর্বধলা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৫-২৬ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সুমন আহমেদ সম্রাটকে সভাপতি ও লিমন খান রানাকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের বিদায়ী সভাপতি জুবায়েদ হাসান অভি ও সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন রানা গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত সভাপতি সুমন আহমেদ সম্রাট সমাজকল্যাণ ও গবেষণা অনুষদের শিক্ষার্থী। তিনি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের এবং সাধারণ সম্পাদক লিমন খান রানা ধলামূলগাঁও ইউনিয়নের লাওয়ারী গ্রামের ছেলে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। 

কমিটিতে সহ-সভাপতি ৭ জন হলেন- শেখ হান্নান (আকিক), আশিকুর রহমান খান, মেহেদী হাসান রুমন, সৌদিয়া ইসলাম খান পাশা, ফারিহা ঐশি, শিউলি আক্তার ও সাদিকা মাহবুবা। যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জন হলেন- মুর্তূজা হাসান খান ফাহিম, সানোয়ারুল ইসলাম নাজমুল, কায়েস মিয়া, নাকিব আহমেদ সেতু, ইফাদ হাসান, অঙ্গনা রানী পাল উর্মি ও আব্দুল হালিম শাকিল। সাংগঠনিক সম্পাদক ৬ জন হলেন- হুমায়ুন আহমেদ, জুবায়ের খান তুষার, শাফেয়ি শ্রাবণ, মোশফিকা মোস্তফা মাইশা, সানজিদা আক্তার রুবি ও রত্না আক্তার পিংকি। দপ্তর সম্পাদক ফাহিম হাসান খান, কোষাধ্যক্ষ: মো. আসাদুল্লাহ, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম খান, আপ্যায়ন সম্পাদক নুসরাত জাহান মারিয়া, ছাত্রবৃত্তি সম্পাদক আফসানা আক্তার সূচি, ধর্ম বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার শিউলি, সাংস্কৃতিক সম্পাদক আবির হাসান আনন্দ, ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি। সদস্য ৯জন হলেন- আব্দুল্লাহ আল সিয়াম, শরীফ আহমেদ, মো. আব্দুল কাইয়ুম, জাকির হোসাইন ফাহিম, মো. মেহেদী হাসান, মামুন মিয়া, নাহিদ ইস্কান্দার ইমন, আকলিমা আক্তার ও স্বর্ণা আক্তার। 

উল্লেখ্য, এই সংগঠনটি পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা, হলে অবস্থান, পড়াশুনাসহ বিভিন্ন সমস্যায় সহযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, বাৎসরিক বনভোজনসহ বিভিন্নরকম কর্মকান্ড নিয়মিত পরিচালনা করে আসছে।

আজকালের খবর/ওআর 








সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ
ফাল্গুনের ভরা জোৎস্নায় বিষণ্ন নিঃসঙ্গ জীবনানন্দ
চাক বাংলা অভিধান ও চাক সংস্কৃতি চর্চা
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন রাজনৈতিক নেতারা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft