প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ PM

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর নেয়ামতপুর সড়কের মোচাগড়া চেয়ারম্যান বাড়ির মোড় থেকে স্থানীয় কমিউনিটি ক্লিনিক পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে। গত ১৫-২০ দিন ধরে রাস্তা সংস্কারের কাজ অনিয়মত ভাবেই করে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার কাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি দেখেও না দেখার ভান করছে।
জানা গেছে, উপজেলার বাখরনগর নেয়ামতপুর সড়কটির কার্পেটিং উঠে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়। এতে দুর্ভোগে পরেন স্থানীয় লোকজনসহ রাস্তায় চলাচলকারী মানুষ। জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করতে মোচাগড়া চেয়ারম্যানবাড়ির মোড় থেকে স্থানীয় কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ৩৭০ মিটার পাকা রাস্তা সংস্কার করার জন্য এলজিইডি থেকে টেন্ডার দেওয়া হয়। এতে প্রক্কলিত মূল্য ধরা হয় ১৭ লাখ ৫৪ লাখ ১০৬ টাকা। এর মধ্যে কাজটির চুক্তিমূল্য ১৬ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা। ওই টেন্ডারে মেসার্স মুন্সী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পান। এরপর রাস্তার পুরাতন ইট তুলে রাস্তা সংস্কার কাজ শুরু করেন মো. মুন্সী রুবেল আহাম্মদ নামে ঠিকাদার।
সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার রাস্তায় ইটের সুরকি ফালানো হচ্ছে। উপজেলা এলজিইডি অফিসের কার্য্য সহকারী মজিবুর রহমান কাজটি তদারকি করছেন। আর তার চোখের সামনেই মিঠা ইট ও নিম্নমানের সামগ্রী রাস্তায় ফালানো হচ্ছে।
স্থানীয় ইকবাল হোসেন ও এমদাদুলসহ কয়েকজন জানায়, শুরু থেকেই কাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। পুরাতন ইটের উপরেই রাস্তায় রোলার করেছে। এভাবে অনিয়ম করে কাজ চলতে থাকলে রাস্তা বেশিদিন টিকসই হবে না। সঠিকভাবে রাস্তার কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার মো. মুন্সী রুবেল আহাম্মদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার মামা সবুর ভুইয়া জানে। কাজটি আমার না, সবুর ভুইয়ার। রাস্তা তদারকির দায়িত্বপ্রাপ্ত এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. বোরহান উদ্দিন বলেন, আমি এখনো ওই রাস্তায় যাইনি। দুইএক দিনের মধ্যে যাবো। নিম্নমানের কাজ হলে ব্যবস্থা নেব।
মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, আমি এখানে নতুন এসেছি। এখনো কোনো তথ্য নিতে পারিনি। রাস্তার কাজে অনিয়মের সত্যতা পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/ওআর