মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
দরকার হলে নতুন করে র‌্যাব বাহিনী গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ PM
দরকার হলে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব নিয়েও আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তা-ভাবনা করতে হবে।

র‌্যাবের নাম পরিবর্তন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আগামী সভায় এটা নিয়ে সিদ্ধান্ত হবে।

সিদ্ধান্তটা আসলে কী, র‌্যাবকে নতুন করে গঠন করা কি না- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হ্যাঁ, দরকার হলে এটা নতুন করে গঠন করা হবে।
 
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের (ওএইচসিএইচআর) অনুসন্ধানী দল। গত ১২ ফেব্রুয়ারি জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক ও অন্যরা।

ওই প্রতিবেদনে র‌্যাব বিলুপ্ত, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।

এদিকে, সোমবার রাতে রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় অভিযুক্তদের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে কি না, উন্নতির ধাপটা কেমন- এমন প্রশ্নে তিনি বলেন, উন্নতি হচ্ছে কি না এটা তো আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন।

উত্তরার ঘটনায় তিনি বলেন, উত্তরায় যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। তাদের অ্যারেস্ট করা হয়েছে।

কিশোর গ্যাং ও ছিনতাই আগের চেয়ে অনেক কমছে দাবি করে তিনি বলেন, কিন্তু এখনো সহনীয় পর্যায়ে আসেনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের আইনশৃঙ্খলার সঙ্গে সঙ্গে দাবি-দাওয়া শুনতে শুনতে আমাদের বাহিনী যে কাজে ইউজ হবে, ওই কাজ না করে অন্য কাজে তাদের চলে যেতে হচ্ছে। স্ট্রেইনথও কমে যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তাদের দাবি-দাওয়া থাকবে। তাদের ইনস্টিটিউটের সামনে গিয়ে বলুক। যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয়, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে বলুক। তারা জনগণের ভোগান্তি কেন করবে?

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রে পথচলার সুযোগ এসেছে : তারেক রহমান
ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ
দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান
বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft