লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ সিদ্দিক উল্যাহ্ এর চাকুরি থেকে আবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার(১৭ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিক্ষা ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফরিদ আহম্মদ-এর সভাপতিত্বে ও আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ,উপজেলা বিএনপি'র সদস্য খোরশেদ মাস্টার,উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন,লামচর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন,(৭নং) দরবেশপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান জাহিদ,ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তসলিম চৌধুরী,দরবেশ ইউনিয়ন যুবদল নেতা জহির উদ্দিন বাবর, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,ইউনিয়ন যুবদল নেতা সুমন হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ আলম,সাবেক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নবাব নাজিম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ প্রধান শিক্ষক শেখ মোঃ সিদ্দিক উল্যাহ্ এর শিক্ষকতার জীবনে ৩৭ ত্রিশ বছর সততা ও আদর্শের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন।যা আজকের বিদায় বেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অত্র এলাকায় মানুষের ভাষায় ফুটে উঠেছে।তারা আরো বলেন আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি স্যারের বিদায় সময়কাল সুখ ও শান্তিময় হয়ে উঠুক।
আজকালের খবর/ এমকে