মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের মানববন্ধন
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১১ PM
ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটসের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সাধারণ ম্যাটস শিক্ষার্থী পরিষদ ম্যাট শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক ‌দাবি বিপক্ষে গিয়ে ‌বেশ কিছু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ‌ উস্কানিমূলক এবং অযৌক্তিক কথা বার্তার বিরুদ্ধে এ  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি  অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন- ম্যাটসের ‌ প্রথম বর্ষের শিক্ষার্থী ‌মো. সজিব শেখ ও শিক্ষার্থী মো. একরাম  হোসেন। ‌

প্রতিবাদ সমাবেশে ‌বক্তারা তাদের অধিকার তুলে ধরে ‌বক্তব্য রাখেন ‌। বক্তারা বলেন, দিনের পর দিন  শিক্ষাদানের পর ‌ আমাদের নিয়োগ দেয়া হচ্ছে না কেন? তারা প্রশ্ন করেন  আমাদের সাথে কেন এই বৈষম্য করা হচ্ছে?

তারা বলেন- চাকরি পাওয়া ‌ আমাদের ‌ অধিকার । অথচ আমরা  ষড়যন্ত্রের শিকার। এভাবে চলতে দেয়া হয় না, একটা সমাধান করতে হবে। আমাদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে । আমাদেরকে মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আমাদের চাকরির ব্যবস্থা করেন। ২০০৮ সালের পর ‌ আমাদের কোন নিয়োগ দেয়া হচ্ছে না। 

বক্তারা বলেন, আমাদের আপনাদের প্রতিপক্ষ ভাববেন না।  আপনাদের সহযোগি মনে করেন। অবিলম্বে শূন্যপদ গুলোতে ‌ আমাদের নিয়োগ দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ করে দিন। যতদিন না এ সমস্যা মিটবে ‌ ততদিন আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ‌। 

এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ  শেষে ম্যাটস কার্যালয়ের ‌ সামনে গিয়ে ‌ শেষ হয়। কর্মসূচিতে ‌ ম্যাটসের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র করলেন হামজা
ক্ষমতায় যেতে হলে মানুষের পাশে থাকতে হবে: বিএনপি নেতা কামরুল
ভাঙচুরের মামলায় নেত্রকোনা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সেনাবাহিনী নিয়ে হাসনাত-সারজিসের বক্তব্যে অনেকটা 'কোনঠাসা' এনসিপি
টেকনাফে দুর্বৃত্তের হয়রানিতে ঘরছাড়া প্রবাসীর পরিবার, পড়ালেখা বন্ধ সন্তানদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft