মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
দর্শনায় কেরু চত্বরে ৪ শক্তিশালী ককটেল উদ্ধার
নজরুল ইসলাম, দামুড়হুদা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৩ AM আপডেট: ১৮.০২.২০২৫ ১২:২৩ PM
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) চিনিকল এলাকায় আরও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এরই মধ্যে নিস্ক্রিয়ও করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত দল ককটেলগুলো নিস্ক্রিয় করে। এ সময় বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।

কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় গত কয়েকদিনে পৃথক ৩টি স্থান থেকে মোট ৬টি শক্তিশালী ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব বিষয়টি নিয়ে কাজ করছেন।
 
এদিকে একের পর এক ককটেল উদ্ধারের ঘটনায় চিনিকল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেরু চিনিকল প্রশাসন সতর্কাবস্তায় রয়েছে। চিনিকল এলাকার প্রত্যেকটি প্রবেশপথে শক্তিশালী ফটক ও সিমানাপ্রচীর নির্মাণসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেরু চত্বরে লাল টেপে জড়ানো একটি ককটেল উদ্ধার করা হয়। ককটেলটি ওইদিনই রাজশাহী র‌্যাব-৫-এর প্রশিক্ষিত দল নিস্ক্রিয় করে।

এরপর গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কেরুজ ক্লাবের সামনের পানিশূন্য পুকুর থেকে কালো টেপে জড়ানো একটি ককটেল উদ্ধার করা হয়। ওইদিন রাজশাহী র‌্যাব-৫ ওই দলই ক্লাব মাঠে ককটেলটি নিস্ত্রিয় করে।
 
পরপর দুটি শক্তিশালী ককটেল পাওয়ায় পর গত রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানার নেতৃত্বে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ, দর্শনা থানা পুলিশ, চুয়াডাঙ্গা সেনাবাহিনী ও কেরুজ নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল কেরুজের আবাসিক এলাকায় বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।
 
তল্লাশি শুরুর দুই ঘণ্টা পর দুপুর দুটোর দিকে একটি পলিথিনে ৪টি শক্তিশালী ককটেল পায় তল্লাশি দল। তবে তারা ককটেলগুলো উদ্ধার করেনি। যশোর সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত দল সোমবার বিকালে ককটেলগুলো উদ্ধার করে এবং কেরুজ ক্লাবের সামনের পানিশূন্য পরিত্যক্ত একটি পুকুরে সেগুলো নিস্ত্রিয় করে। 

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
আরডি সিন্ডিকেটের হাতে জিম্মি কক্সবাজার বেতার কেন্দ্র
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন আর্মির প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
সোনাতলায় ইফতার ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft