প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৬ PM আপডেট: ১৮.০২.২০২৫ ৫:৫৪ PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বেশকিছু অনুষ্ঠানমালা আয়োজন করতে যাচ্ছে। এরমধ্যে ‘ভাষার গান’ নামক একটি গানের আয়োজনের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এতে কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও মনিরুজ্জামান মনিরের লেখা দেশাত্বাবোধক গান থাকছে।
এছাড়াও কবি খোশনুর, মুনসী ওয়াদুদ, ফরিদা ফারহানা গান লিখেছেন। তাদের লেখা গান গাইবেন রিজিয়া পারভীন, পিয়াল হাসান, সালমা জাহান, দিঠি আনোয়ার, নওশীন তাবাসসুম স্মরণ, সুলতানা চৌধুরী, মুহিন খান এবং মোমিন বিশ্বাস। ‘ভাষার গান’-এর সংগীত পরিচালনা করবেন মো. ইসহাক।
অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও গবেষণায় রয়েছেন পিয়াল হাসান।
তিনি বলেন, এই আয়োজনটি আমার জন্য বিশেষ কিছু। একসঙ্গে এতগুলো মহান ব্যক্তিকে পাওয়া বিরাট ব্যাপার। তারা যথেষ্ট শ্রম দিয়ে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম উপহার দিয়েছেন। আশা করছি আয়োজনটি বিটিভি দর্শকের কাছে ভালো লাগবে।
দীর্ঘদিন পর বিটিভির আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাস থেকে ফিরে রিজিয়া পারভিন। বলেন, অনেকদিন বিটিভিতে গাইতে পারিনি। বিটিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
মাহবুবা জেমীনের প্রযোজনা ও ফিরোজ আহমেদ দুলালের নির্দেশনায় অনুষ্ঠানটি বিটিভির পর্দায় আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১০ টার সংবাদের পর দেখানো হবে।
আজকালের খবর/আতে