সোমবার ২৪ মার্চ ২০২৫
তেঁতুলিয়ায় ১৩ জুয়ারিসহ আটক ১৪
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ PM
তেঁতুলিয়া পুলিশের অভিযানে ১৩ জুয়ারিসহ ১৪ আটকে আটক করা হয়েছে। আজ সোমবার আটককৃতদের জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়ার সামগ্রীসহ ১৩ জুয়ারিকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার একশ টাকা, তিন সেট ডন তাস, পাঁচটি প্লাস্টিকের বস্তা ও একটি নীল রঙের ত্রিপল জব্দ করা হয়। 

আটকরা হলেন- ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার আ. রহিমের ছেলে বানারুল ইসলাম, কাউরগছ গ্রামের সাদিক আলী, রবিউল ইসলাম, গোলাব্দীগছ এলাকার মো.কালাম, ফকিরপাড়ার হামিদুল ইসলাম, বুড়াবুড়ি কাটাপাড়ার সোবহান, দেবনগর এলাকার বিপুল ইসলাম, গাছবাড়ী এলাকার আমিনুর রহমান, মানিকডোবা গ্রামের সাকিমুল ইসলাম, এছাড়া জেলা সদরের তুলারডাঙ্গা এলাকার জহিরুল ইসলাম, টুনিরহাট তালমা এলাকার আব্দুর রশিদ এবং বোদা থানার ধামেরঘাট ডাঙ্গাপাড়া এলাকার সিরাজুল ইসলাম। অপরদিকে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রাতে তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তোফাজ্জল হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত বছর ১৮ সেপ্টেম্বর একটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তোফাজ্জল হোসেন তোফা নামের একজন ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে। তোফার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা ছিল। আর জুয়ারিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারা অনুযায়ী মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আজ বিশ্ব যক্ষ্মা দিবস
ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
না জানিয়ে ফিতরা দিলে আদায় হবে কি?
গাজায় হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় আরও এক হামাস নেতা নিহত
চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে: চীনা প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান, অভিভাবক সদস্য মানিক
সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসুদ
টেকনাফে নৌকাডুবি, ৩৫ ঘণ্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার রেললাইনে ফাটল, ধীর গতিতে ট্রেন চলাচল
সারিয়াকান্দিতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft