প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা করার সময় এক যুবক আটক হয়েছে। গতকাল রবিবার বিকালে তুষখালী কলেজ মাঠে বসে আটক করেছে এলাকাবাসী।
আটক যুবক হলেন গাজীপুর কাপাসিয়া নয়াসঙ্গ ৫নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন এর ছেলে বোরহান উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে তুষখালী ইউনিয়নে মঠবাড়িয়া সেনাবাহিনীর ক্যাম্পের গোয়েন্দা পরিচয় দিয়ে আসছিলো।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদীর দুলাভাই সাব্বিরের তার সঙ্গে প্রথম পরিচয় হয়। তিনি বিদেশে যাওয়ার কথা বলে কামাল নামে এক দালালকে ফিট করে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দেয়। সে টাকা উদ্ধার করে দিবে বলে আশ্বাস দেন। পরে মামলার বাদী রাব্বির কাছ থেকে ১৪,৫০০ টাকা নেয় প্রতারণা করে এবং দালাল কামালের কাছে থেকে ষাট হাজার টাকা নেয়। ওই ভুক্তভোগীর সন্দেহ হলে তাকে মুঠোফোনের লোকেশন যোগাযোগ করলে ওই যুবক টাকা নিতে আসে তখন এলাকাবাসী আটক করে। মঠবাড়িয়ার সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে তাকে থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞেসাবাদ করলে তিনি সত্যতা স্বীকার করেন।
মঠবাড়িয়া ওসি আবদুল আল মামুন জানান, ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করে।
আজকালের খবর/ওআর