প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৬ PM

‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগরসহ রেঞ্জের আট জেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ নয় দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ২৯৪ জনকে গ্রেপ্তার করা হলো।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগর কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে পাঁচজন করে এবং রংপুর নীলফামারী ও গাইবান্ধায় একজন করে গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্তদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজকালের খবর/ওআর