প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪২ PM

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা পরিষদ আসিফ আল জিনাতের সভাপতিত্বে ওই সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার (ভূমি) ও পৌর প্রশাসক জিন্নাতুল আরা, ইউএইচ এন্ড এফপিও ডা. শেখ হাসিবুর রেজা, উপজেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, ইউ আরসি ইন্সট্রাক্টর শাকিল আহাম্মেদ, এসআই মুন্টু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাফেউল হাদী মিঠু, পৌর জামায়াত নেতা এহতেসানুল হক স্বয়ন, মো. আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক আজিজার রহমান, ছাত্র প্রতিনিধি শাহিন প্রমুখ।
একই সঙ্গে আগামী ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি সর্ব সম্মাতিক্রমে গ্রহণ করা হয়েছে।
আজকালের খবর/ওআর