মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে পুষ্টির কথা জানলো রাণীনগরের সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবক
রাণীনগর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৬ PM
নওগাঁর রাণীনগরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরার নানা-নাতির কথোপকথন, গান আর নাটিকার মাধ্যমে হাতের কাছে থাকা সহজলভ্য পুষ্টিগুণ সম্পন্ন খাবারের বিষয়ে জানলো দেড় হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা। 

সম্প্রতি রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের পরিবেশনায় এই গম্ভীরা অনুষ্ঠিত হয়। গম্ভীরার পাশাপাশি পুষ্টি বিষয়ে নাটিকা ও গানও পরিবেশিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার দর্শনার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করে। 

‘সুস্থ থাকতে হলে, পুষ্টি নিয়ে ভাবতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইফাদ এবং পিকেএসএফের অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী। মূলত নিজেদের চারপাশে থাকা সহজলভ্য পুষ্টিগুণ সম্পন্ন খাবারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই দিনব্যাপী এই ব্যতিক্রমী পুষ্টি মেলা ও শিখন কার্যক্রমের আয়োজন করা হয়। এদিন কর্মসূচির প্রথমেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য পুষ্টি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আয়োজনের সব কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। মেলায় প্রায় ১২০০ শিশুকে বিনামূল্যে পুষ্টিকর দুপুরের খাবার খাওয়ানো হয়। মেলায় সচেতনতামূলক ১০টি স্টলের মাধ্যমে শিশু, অভিভাবক ও মেলায় আগত দর্শনার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেওয়া হয়। 

স্টল পরিদর্শন শেষে অতিথিরা এই ধরনের অভূতপূর্ব কার্যক্রম দেখে মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে ভিটামিন, মিনারেল এবং পুষ্টি সম্পর্কে জনসচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। পরে মেলায় আসা দর্শনার্থীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। 

এমন পুষ্টি মেলার মাধ্যমে হাতের কাছে সহজেই পাওয়া যায় এমন বিভিন্ন পুষ্টিকর সবজি ও খাবারের প্রতি মানুষদের এক ধরনের অবহেলা ছিলো। বিশেষ করে শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এই ধরনের সহজলভ্য পুষ্টিকর খাবার বেশি বেশি গ্রহণের যে কোনো বিকল্প নেই বিষয়টি নতুন করে দর্শনার্থীদের শিখিয়ে দেওয়া হয়েছে বলে মেলায় আগত দর্শনার্থীরা জানান। প্রতিবছরই এমন জনগুরুত্বপূর্ণ মেলার আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের সুদৃষ্টি কামনা করেছেন দর্শনার্থীরা। 

অনুষ্ঠানে মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে ও মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায়  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাহে আলম সরওয়ার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, মৌসুমীর উপনির্বাহী পরিচালক এরফান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন তোতা, মৌসুমীর আবাসিক চিকিৎসক ডা. মুক্তাদির রহমান, মৌসুমীর উপ-সহকারী পরিচালক (কমর্সূচি) লিয়াকত আলী, মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেনসহ ডাক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজুল ইসলাম, পুষ্টি স্পেশালিস্ট আরএমটিপির উদ্যোক্তা, প্রকল্পের কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র করলেন হামজা
ক্ষমতায় যেতে হলে মানুষের পাশে থাকতে হবে: বিএনপি নেতা কামরুল
ভাঙচুরের মামলায় নেত্রকোনা আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সেনাবাহিনী নিয়ে হাসনাত-সারজিসের বক্তব্যে অনেকটা 'কোনঠাসা' এনসিপি
টেকনাফে দুর্বৃত্তের হয়রানিতে ঘরছাড়া প্রবাসীর পরিবার, পড়ালেখা বন্ধ সন্তানদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র
আজকালের খবরে সংবাদ: ইউএনও’র ঈদ উপহার পেলেন আবদুল্লাহ
সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft