প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩১ PM

দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে হসপিটালের চতুর্থ তলায় পরিচালক গুনাহার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহেরের সভাপতিত্বে ও উপপরিচালক জিয়াউল হক খান লিটনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মাও. ওমর আলী, সেক্রেটারি মাও. হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমির মুনসুর আলী, তালোড়া পৌর জামায়াতের আমির আব্দুল হাই, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াত আমির হাসিউল ইসলাম, আদমদীঘি উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, হসপিটালের চিকিৎসক ডা. ওবাইদুর রহমান সাগর, হসপিটালের অডিট অফিসার জিয়াউর রহমান দুলু, হসপিটালের শেয়ার হোল্ডার ডা. রাহিমা খাতুন, সাংবাদিক এমডি শিমুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সাবেক আমির সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, হসপিটালের পরিচালক (অর্থ বিভাগ) রুকুনুজ্জামানসহ হসপিটালের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আজকালের খবর/ওআর