মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
রংপুরে নয় দিনে গ্রেপ্তার ২৯৪ ডেভিল
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২০ PM
‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগরসহ রেঞ্জের আট জেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ নয় দিনে মহানগরসহ রংপুর রেঞ্জে ২৯৪ জনকে গ্রেপ্তার করা হলো।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় গত ২৪ ঘণ্টায় রংপুর মহানগর কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ১৭, দিনাজপুরে ৭, লালমনিরহাটে ৬, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে পাঁচজন করে এবং রংপুর নীলফামারী ও গাইবান্ধায় একজন করে গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ আছে। এরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্তদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
দর্শনা কেরুজ চিনিকল এলাকায় বোমা উদ্ধার মামলায় টগর গ্রেপ্তার
আরডি সিন্ডিকেটের হাতে জিম্মি কক্সবাজার বেতার কেন্দ্র
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন আর্মির প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
সোনাতলায় ইফতার ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাঝরাতে গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের বিরুদ্ধে মামলা
বকেয়া বেতন না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft