প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৫ PM

বগুড়ার সোনাতলা পৌরসভাস্ত ৮ নং ওয়ার্ড কামারপাড়া গ্রামে সরকারি রাস্তার গাছ কর্তন করে রবিউল ইসলাম মন্ডল নামক এক যুবলীগ নেতা। রবিউল ওই গ্রামের মৃত মজিবর রহমান মন্ডলের ছেলে ও ৮ নং পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
এ সময় সোনাতলা পৌরসভার প্রকৌশলীর নির্দেশে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারী সায়েদ রানা সুজন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করতে বললে যুবলীগ নেতা রবিউল তার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করে। শুধু তাই নয় যুবলীগ নেতা রবিউল তাকে আক্রমনাত্বক ভাবে বলে গাছ কাটবো তাতে আপনার কি? গাছ কাটতে কে নিষেধ করে, তাকে এখানে ডেকে আনেন! গাছ কাটা কিভাবে আটকায় তা দেখার বিষয় আছে।
পরক্ষনে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বিষয়টি অবগত হলে ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ করেন।
জানা গেছে, যুবলীগ নেতা রবিউল আওয়ামী শাসনামলে সরকারি ওই রাস্তা থেকে এর আগেও দুইটি গাছ কেটে বিক্রি করে। শুধু তাই নয় প্রায় এক বছর পূর্বেও এই যুবলীগ নেতা আরো দুইটি গাছ কর্তনের চেষ্টা করলে সে সময় উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সুলতান মাহমুদ উক্তস্থানে গিয়ে তাকে বাধা নিষেধ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক এর সঙ্গে কথা বললে তিনি জানান, কর্তনকৃত গাছগুলো জব্দ করে রাখা হয়েছে। যেহেতু ওই রাস্থাটি পৌরসভা এলাকার মধ্যে সেক্ষেত্রে পৌরসভার সার্ভেয়ারকে রাস্তাটি মাপযোগের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সুলতান মাহমুদ এর সঙ্গে কথা বললে তিনি জানান, এর আগে একই ব্যক্তি ওই গাছ দুটি কর্তনের চেষ্টা করলে ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা নিষেধ করা হয় এবং সরকারি সার্ভেয়ার দারা মাপযোগ না করা পর্যন্ত গাছ কর্তন করা যাবেনা মর্মে ওই ব্যক্তিকে জানানো হয়।
এ বিষয়ে পৌরসভার সার্ভেয়ার গাজী মো. জসিম উদ্দিন এর সঙ্গে কথা বললে তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দশনা মোতাবেক আগামীকাল ওই রাস্তাটি পরিদর্শন ও মাফযোগ করা হবে।
আজকালের খবর/ওআর