প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৩ PM

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্পে সম্পূর্ণ ফ্রি চক্ষু চিকিৎসা পেলেন জেলার ১৫০০ সাধারণ মানুষ। আজ রবিবার সকাল ১০ থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ চিকিৎসা সেবা। এতে স্মার্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান জেলার মানুষ।
গত কয়েক মাস আগে গুলিবৃদ্ধ হয়ে চোখের আলো নষ্ট হয়ে যায় মোস্তফা কামাল নামের এক ব্যক্তির। তার চোখের সকল চিকিৎসা ফ্রি করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান স্মাট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ জায়গা থেকে মানুষের পাশে থাকে, আমার বিশ্বাস সমাজের অবহেলিত মানুষগুলো সঠিক চিকিৎসা ও খাদ্য বস্ত্রের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন গঠবে। তাই আমাদের মতো সকলে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, ভবিষ্যতে আমারা বছরে দুবার এই সেবা স্মার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আরকে জ্যানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, সনি-ইন্টারন্যাশনাল প্রা. লি. বাংলাদেশ শাখার প্রধান রিকু লুকাস,বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালটাল এর ব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি-স্মার্ট উপ মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
আজকালের খবর/ওআর