প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৯ PM

কেয়ারটেকারদের ন্যায্য অধিকার, চাকরি স্থায়ীকরণ ও সরকারি সুযোগ-সুবিধাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কর্মরতরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মডেল কেয়ারটেকার মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং তারা তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক আতিক হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘ ৩৫ বছর ধরে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান সময়ে মাত্র ৭,৫০০ টাকা সম্মানী দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। এই অল্প পরিমাণ অর্থ দিয়ে পরিবার চালানো সম্ভব নয়, অথচ তারা প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পরিশ্রম করছেন এবং ইসলামিক ফাউন্ডেশনের নানা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন।
তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
আজকালের খবর/ওআর