সোমবার ২৪ মার্চ ২০২৫
বদলগাছীতে কীটনাশক ছাড়াই নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু চাষ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৪ PM
নওগাঁর বদলগাছীতে কোনো ধরনের কীটনাশক না ছিটিয়ে নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু চাষে সফলতা পেল রাইয়্যান এগ্রো ফার্ম। এলুয়েট জাতের আলু চাষ করে সারা ফেলেছে এলাকায়। এই আলুর একটি স্লোগান রয়েছে, ‘নো পে, নো টেনশন’। আগামীতে এই আলু চাষে উদ্বুদ্ধ হবে এলাকাবাসী।

রাইয়্যান এগ্রো ফার্মের মালিক ভালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরানের ছেলে। এগ্রো ফার্মের মালিক তুষার এমরান ও ছোট ভাই হোসেন তুরান জানান, বিশ্ব বিখ্যাত এগ্রিকো কোম্পানি থেকে এ আর মালিক সীডের মাধ্যমে নেদারল্যান্ডের এলুয়েট জাতের আলু বীজ সংগ্রহ করে ১৭ বিঘা জমিতে এই আলু চাষ করেছে।

বীজ সংগ্রহ, মাটি তৈরি, ইউরিয়া সারসহ এই আলু চাষে ১৭ বিঘা জমিতে মোট খরচ হয়েছে ৭ লাখ টাকা। সরেজমিনে গিয়ে দেখা যায় এলুয়েট জাতের আলুর গাছ খুবই সতেজ এবং ডগডগে গাছ। প্রতিটি আলু গাছের আকার-আকৃতি খুবই সতেজ ও সুন্দর।

পাশেই রয়েছে হাইব্রিড জাতের আলু তাতে ৩ থেকে ৪ বার কীটনাশক ছিটাতে হয়েছে। এলুয়েট জাতের আলুতে কোনো প্রকার কীটনাশক দিতে হয় না। আগামীতে এ জাতের এই আলু ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উত্তোলন করলে ৭০ মণের বেশি ফলন পাওয়া যাবে। ৭৫ থেকে ৮০ দিন গাছের বয়স হলে ১২০ থেকে ৩০০ মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান যে, এলুয়েট জাতের আলু বারি আলু ৯০ মণ একটি আপগ্রেডেড ভার্সন। এই আলু লেটব্রাইট রোগ প্রতিরোধ করে। এ কারণে কীটনাশক ছিটাতে হয় না। তাছাড়া অন্যান্য আলুর চেয়ে খরচ কম এবং ফলন বেশি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
বাউবিতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এ্যাবের দোয়া ও ইফতার
অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতাদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান, অভিভাবক সদস্য মানিক
টেকনাফে নৌকাডুবি, ৩৫ ঘণ্টা পর বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসুদ
চুয়াডাঙ্গার রেললাইনে ফাটল, ধীর গতিতে ট্রেন চলাচল
সারিয়াকান্দিতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft