প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৮ PM

বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের বিবেক বলতে কিছু নেই, সংস্থার সংস্কার করে যারা নির্বাচনকে বিলম্বিত করছে তাদের উদ্দেশ্য কি, জাতি জানতে চায়। নির্বাচনকে বিলম্বিত করার রহস্য উদঘাটন করতে হবে। উপদেষ্টাসহ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হাসিনার দোসর লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে।
ফেনীর মিজান ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে আজ রবিবার বিকেল পাঁচটার দিকে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্বা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাবেক নারী সাংসদ রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ জনি, মাহাবুবুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বছর পরে ফেনীতে আসার সৌভাগ্য হলো আমার। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীতে। হাসিনা এখন জাতিসংঘের ঘোষিত খুনি। মানবাধিকার আদালত মামলা দায়ের করা হয়েছে। সকল মামলার বিচার হবে। জনগণ দেখবেন। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেন এ গণহত্যার। আওয়ামী লীগ খুনির দল। তাদের বিচার এ মাটিতে হবে। বিচারের মাধ্যমে তারা রাজনীতি করতে পারবে কিনা, তা জনগণকে জানাতে হবে। ৫ আগস্ট হাজার রক্তের দাগ লাগিয়ে পলায়নের মাধ্যমে অন্তর্বতীকালিন সরকার এসেছে। আপনারা বসে থাকলে হবে না। আপনার উপদেষ্টাদের সরকারে, প্রশাসনে হাসিনার দোসর বসে আছে। দ্রব্য মূল্য বাড়ানোর পিছনে হাসিনার দোসরদের তাড়াতে হবে। মানুষকে স্বস্তি দেন। রমজানে ক্রয় সীমার মধ্যে সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্হা করেন।
তিনি আরো বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। কোনো বাহানায় নির্বাচন বিলম্বিত করা যাবে না। যারা স্হানীয় নির্বাচন আগে চায় তাদের ভাষা বুঝি না। সাংবিধানিক এখতিয়ার মোতাবেক কাজ করতে হবে বলে জানান তিনি।
আজকালের খবর/ওআর