শনিবার ১৫ মার্চ ২০২৫
বিয়ে করলেই তো সবশেষ: পূজা চেরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৫ PM
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এরপরও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে হালের এ নায়িকা প্রেম ও বিয়ের প্রশ্নে জানালেন- এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি।

পূজা চেরি বলেছেন, ‘বিয়ে করলেই তো সব শেষ। আগে নিজেকে সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই, আর আমার কাছে মনে হয়- আমি এখনও সেটেল না। আরও অনেক দূর পাড়ি দিতে হবে, যেতে হবে অনেক দূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আটকে গেলাম।’

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) রাতে মালয়েশিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলের আয়োজনে মালয়েশিয়ায় বসন্ত উৎসবে যোগদান করার জন্য বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন পূজা চেরি। 

এদিন অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন, ‘ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়ালগ দেখে আয়নার সামনে গিয়ে বার বার বলতাম। তখন আমার মা-বাবা বলতো, ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওই রকমই কেটেছে। আর কিশোরী হওয়ার পর তো শিশুশিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর এখন নায়িকা।’

এদিন সিনেমায় নায়িকা হওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি যতগুলো কাজ করেছি। প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক প্রিয়। তবে আলাদা করে বলতে গেলে পোড়ামন-২ এর কথা বলতে পারি। যখন ঘোষণা হয়েছে পোড়ামন-২ এ পূজা চেরি নায়িকা হবে। তখন সবার মনে একটা সংশয় তৈরি হয়, ও তো এখনও শিশুশিল্পী, ও কি নায়িকার অভিনয় করতে পারবে। কিংবা রোমান্টিক অভিনয় কি পারবে। 

তখন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বললেন- যেহেতু পোড়ামন-২ এর প্রোডাকশনে একটু দেরি হচ্ছে, ওকে দিয়ে আরেকটা সিনেমা করা যায়। সেটা হচ্ছে নূর জাহান। ভারতের রাজ চক্রবর্তীর নির্মাণে যৌথ প্রযোজনার সিনেমা ছিল এটি। এই সিনেমা দিয়েই আমার নায়িকা হিসেবে জার্নিটা শুরু।

পূজা আরও বলেন, ‘নূর জাহান সিনেমার প্রিমিয়ার শো'য়ে গিয়ে একটা ভয়ে ছিলাম আমাকে কি নায়িকা হিসেবে দর্শক সবাই গ্রহণ করবে। তবে সিনেমার শো শেষে দেখলাম সবাই প্রশংসা করলো এবং আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করলো। আমি এটা পেরেছি, সবার ভালোবাসা এবং দোয়ায়।’

নায়িকা হিসেবে আমার ১০-১২টা সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও এক-দুইটা সিনেমা। যেমন- নাকফুল ও মাসুদ রানা। এছাড়া সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আসছে, এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে’, বলেও যোগ করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে পূজা বলেন, 'আমি যখন বিদেশে যাই তখন একজন বাঙালিকে দেখলে মনে হয় যে আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি। মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে। এজন্যই আপনাদের টানে এখানে এসেছি।’ 

এই তারকা আরও বলেন, ‘আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলব যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালবাসতে হবে। কারণ সবার আগে দেশ। প্রিয় মাতৃভূমির সাথেই জড়িয়ে থাকে গভীর আবেগ-অনুভূতি। তাই ওই জায়গাটাকে ভালবাসতে হবে এবং নিজেদের মর্যাদার জায়গাটাই রেখেই সব কাজ করতে হবে।’


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
নারীদের সুরক্ষায় ঢাকার গণপরিবহনে ‌‘হেল্প’ অ্যাপ চালু
আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: জাতিসংঘ মহাসচিব
রাজশাহীতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
দুই দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ
ফাল্গুনের ভরা জোৎস্নায় বিষণ্ন নিঃসঙ্গ জীবনানন্দ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
টেকনাফে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ
গৌরীপুরে হোলি উৎসব
কানাডা গিয়ে সরকার বিরোধী লেখালিখি, রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
মহিলা আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft