প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১১ AM আপডেট: ১৬.০২.২০২৫ ১০:১২ AM

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল টিউব ফ্যাক্টরীর পাশে সিটি কর্পোরেশনের মালিকানাধীন জমিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। গত শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ওই স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি,গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার কর্মকর্তাকে বিদ্যালয়ের নির্ধারিত জমি থেকে বর্জ্য-আর্বজনা সরিয়ে নিতে নির্দেশ দেন। এছাড়াও ওই স্থানে স্থাপনা গুলোর প্রয়োজনীয় সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি।
ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন, এ ডি সি জেনারেল মোতাসেম বিল্লাহ, একান্ত সচিব আল মামুন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, তত্ত্বাবধায় প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেন খান, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন প্রমুখ ।
আজকালের খবর/ এমকে