প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৭ PM

পাবনার সাঁথিয়ায় একটি পুকুর থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সাঁথিয়া উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কের স্বরপ এলাকায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত দশটার দিকে এক ব্যাক্তি মোবাইল ফোনে সুজনকে ভ্যানগাড়ি ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। রাতে সুজল আর বাড়ি ফিরে না আসায় ও তার মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোন সন্ধান পাইনি। পরে আজ শনিবার সকালে সাঁথিয়া উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক সড়কের স্বরপ এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। মরদেহ উদ্ধারের খবর পেয়ে সুজলের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করেন।
নিহত সুজন হোসেন (৪০) সাঁথিয়া উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহক আলী প্রামানিকের ছেলে। সে গত কয়েক বছর ধরে সাঁথিয়া উপজেলার জোরগাছা এলাকায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সুজল ব্যাটারীচালিত ভ্যানগাড়ি চালাত।
পুলিশ আরো জানায়, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাটারীচালিত ভ্যানগাড়ি ছিনতাই করতে তাকে শ্বাসরোধে হত্যার পরে মরদেহ ওই পুকুরে ফেলে রেখে গেছে।
আজকালের খবর/ওআর